Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
শ্যাম সাগর
বিস্তারিত

শ্যামসাগর: স্থানীয় ভাষায় শ্যাম শব্দের অর্থ থলে, ধারনা করা হয় থলে আকৃতির হওয়ার কারণেই এর নামকরণ করা হয় শ্যামসাগর। রাজা বৎসাচার্য়ের সময়কালে তিনি জলাশয়টি তৈরী করেন বলে জানা যায়। তবে জলাশয়কে ঘিরে তেমন কোন সুনিদৃষ্ট বর্ণনা নেই। জলাশয়টি পুঠিয়া রাজবাড়ী এর পশ্চিমে এবং পুঠিয়া চারআনি জমিদারবাড়ী এর পূর্বে অবস্থিত। জলাশয়টির দৈঘ্য ৭৬০ ফুট, এর প্রস্থ্য যথাক্রমে উত্তরে পাশ্র্বে ২৫০ ফুট, মাঝে ৪৫০ ফুট এবং দক্ষিণে ৩৫০ ফুট।