খেলাধুলা
পুঠিয়া উপজেলার মানুষ খেলাধুলা এবং বিনোদন প্রিয়। এই উপজেলার মানুষ দেশী খেলার পাশাপাশি বিদেশী খেলা খেলে থাকেন। উপজেলায় নিয়মিত ক্রিকেট, ফুটবল, হকি খেলার চর্চা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন সময়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়ে থাকে। এই উপজেলায় খেলাধুলার ক্লাব আছে।
বিনোদন
পুঠিয়া উপজেলার প্রায়ই নাকট, গান, সার্কাসসহ বিভিন্ন শিক্ষামূলক বিনোদন অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এছাড়া বছরের বিশেষ সময় বিভিন্ন মেলার আয়োজন করা হয়। যেমন: বৈশাখী মেলা, বানিজ্য মেলা, বই মেলা, কৃষি মেলা, বৃক্ষ মেলা, রথের মেলা ইত্যাদি। এই উপজেলার মানুষ খেলাধুলার পাশাপাশি সংগীতকেও খুব ভালোবাসে। তাই সংগীত প্রিয় মানুষ এবং সংগীত শিল্পীদের জন্য উপজেলা চত্তরে বিভিন্ন উৎসবে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস