Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

কৃষি প্রধান উপজেলা পুঠিয়া । এখানকার সিংহভাগ মানুষের জীবিকার প্রধান উৎস কৃষি। কৃষি বৃহত্তর গ্রামীণ জনগোষ্ঠির প্রধান পেশা এবং অধিকাংশ জনগণই জীবন জীবিকা ও কর্মসংস্থান এর জন্য কৃষির উপর নির্ভরশীল, কাজেই কৃষিভিক্তিক শিল্পের উন্নয়নই  গ্রামীণ জনগণের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বৃহৎ অর্থে কৃষিতে শস্য, প্রাণিসম্পদ (গবাদিপশু, মৎস্য ও পোল্ট্রি) এবং বন খাত অর্ন্তভুক্ত। শস্যের মধ্যে রয়েছে ধান, পাট, গম, শাক-সবজি, আখ, ডাল ফসল ইত্যাদি। প্রাণিসম্পদের মধ্যে অর্ন্তভূক্ত গবাদিপশু, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগী ও মৎস্য। কৃষি ভিত্তিক শিল্পের মধ্যে রয়েছে পোল্ট্রি ফার্ম, ডেইরী ফার্ম, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, মৎস্য হিমায়িতকরণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প। তাই এখানে গড়ে উঠেছে বেশ কিছূ কৃষি ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান। এর মধ্যে কলকারখানা, বরফকল, আটাকল, স’মিল ,শতাধিক রাইস মিল, ইট ভাটা ও হাট বাজার রয়েছে ।

পুঠিয়া উপজেলায় ব্যবসা বানিজ্য মূলত কার্তিকপাড়া হাট, মাহেদ্রাহাট, মোল্লাপাড়া হাট, সাধনপুর হাট, ভাল্লুকগাছি হাট, জামিরা হাট, ধোপাপাড়া হাট, বানেশ্বর হাট, পুঠিয়া ত্রিমোহনী কাউন্সিল বাজার,পুঠিয়া বাজার, ঝলমলিয়া হাট কেন্দ্রিক। ঝলমলিয়া ও বানেশ্বর হতে প্রচুর কৃষিজাত পণ্য ( কলা,আম, সব্জি) দেশের বিভিন্ন এলাকায় যায়। পু্ঠিয়ার বিভিন্ন মাছের আড়ৎ হতে প্রতিনিয়ত রাজধানী ঢাকায় প্রচুর মাছ সরবরাহ করা হয়।