Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১.       ভিশন ও মিশন

          ভিশনঃ দক্ষ ও কার্যকর অফিস ব্যবস্থাপনা নিশ্চিতকরণ

          মিশনঃ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি দক্ষ, সেবামুখী, কল্যাণধর্মী ও দায়বদ্ধ অফিস ব্যবস্থাপনা।

 

২.       নাগরিক সদন বা সেবা প্রদান প্রতিশ্রুতিঃ

ক্রঃ নং

সেবার নাম

প্রয়োজনীয় সর্বোচ্চ সময় (ঘন্টা/দিন/সময়)

প্রয়োজনীয় কাগজপত্র

কাগজপত্র/আবেদন ফর্ম প্রাপ্তির স্থান

সেবামূল্য ও পরিশোধ পদ্ধতি

(যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত (কর্মকর্তার পদবী, মোবাইল নম্বর)

উর্দ্ধতন কর্মকর্তার পদবী, মোবাইল নম্বর

০১

ট্রেড লাইসেন্স

০২ ঘন্টা

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ছবি দুই কপি, পৌর কর পরিশোধের রশিদ (যদি থাকে)

পুঠিয়া পৌরসভা কার্যালয়, রাজশাহী।

আবেদন ফরম মূল্য=৫০/-

ট্রেড লাইসেন্স ফি (ব্যবসার ধরন অনুযায়ী)

সচিব, পুঠিয়া পৌরসভা, রাজশাহী।

০১৭১৬০৭৬১১২

মেয়র

পুঠিয়া পৌরসভা, রাজশাহী।

০৭২২৮-৫৬২৮৭

Puthiapauro@gamil.com

০২

ওয়ারিশান সনদ

০৩ দিন

প্রত্যেক ওয়ারিশনের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ,

ফি=২০০/-

০৩

নাগরিকত্ব সনদ

০২ ঘন্টা

জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও প্রয়োজনে জন্ম নিবন্ধন সনদ, পৌর কর পরিশোধের রশিদ (যদি থাকে)

ফি=৩০/-

০৪

জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ

০৭ দিন

নির্ধারিত আবেদন ফরম (অফিস কর্তৃক সরবরাহ), অভিভাবকের অঙ্গিকার নামা, ই.পি.আই কার্ডর  ফটোকপি সত্যায়িত, অভিভাবক ও সদন গ্রহণকারীর ছবি, পিতা ও মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, পৌর কর পরিশোধের রশিদ (যদি থাকে)

সরকার কর্তৃক প্রদত্ত গেজেট অনুযায়ী।

০৫

নক্শা অনুমোদন (ইমরাত)

০৭ দিন

নির্ধারিত ফরমে আবেদন, সম্পত্তির দলিলের ফটোকপি, ডি,সি,আর, ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ, সয়েল টেষ্ট রিপোর্টের কপি

আবেদন ফরমে মূল্য=৫০০/-

ইমরাত নির্মাণ অনুমোদন ফি ভবনের পিস্নন্থ এরিয়া (বর্গফুট) অনুযায়ী।

০৬

ঠিকাদারী লাইসেন্স

০৭ দিন

নির্ধারিত ফরমে আবেদন, ব্যবসার ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধীতকরণ পত্র নম্বর, টি আই এন নম্বর ও পৌর কর পরিশোধের রশিদ (যদি থাকে)

আবেদন ফরম=২০০/-, ঠিকাদারী লাইসেন্স ফি শ্রেণী অনুযায়ী নির্ধারিত।