Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

পুঠিয়া পৌরসভা কার্যালয় থেকে দৈনন্দিন যে সকল সেবা প্রদান করা হয়।

 

1|      

পৌর এলাকার জন্য সাধারণের অভিযোগ, আবেদন গ্রহণ, পরামর্শ প্রদান ও নিষ্পত্তি।

2|     

দূর্যোগেরকল্পে জরুরী অবস্থার মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম।

3|    

স্যানিটেশন ও জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়ন।

4|     

নাগরীকত্ব সনদ প্রদান।

5|     

মৃত ব্যক্তির নাম নিবন্ধন ও সনদ প্রদান।

6|    

বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

7|     

ওয়ারিশান সার্টিফিকেট প্রদান।

8|     

 পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন রাখা।

9|     

বিভিন্ন প্রকার প্রত্যয়ন পত্র প্রদান।

10|             

হাট-বাজার ইজারা প্রদান।

11|              

 বেতন ও ভাতাদি প্রদান।

12|             

গ্রাম আদালত কাযক্রম প্রদান।

13|            

নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ।

14|             

ভিজিএফ, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ও মুক্তিযোদ্ধা ভাতা, বিভিন্ন বিভাগের মাধ্যমে উপযুক্ত ব্যক্তিকে প্রদান।

15|             

বর্তমানে ভিজিএফ কার্ডর সংখ্যা- ১৫৪০ টি।